সাংবাদিকদের প্রতি অশোভন আচরণের সুযোগ নেই: উপদেষ্টা নাহিদ
- By Jamini Roy --
- 07 October, 2024
আজ সোমবার (৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘সংবাদমাধ্যমের সংস্কার কেন, কীভাবে?’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সাংবাদিকদের প্রতি দাসসুলভ আচরণের বিরুদ্ধে কঠোর বার্তা দেন। তিনি বলেন, "গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করতে চাই," এবং এ জন্য তিনি অংশীজনদের সঙ্গে বসে পরামর্শ করতে ইচ্ছুক।
আলোচনা সভাটির আয়োজন করেছে ‘মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক’ এবং ‘আইন ও বিচার’ নামক দুটি প্ল্যাটফর্ম। তথ্য উপদেষ্টা বলেন, "সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন। অনেক প্রতিষ্ঠান এখনও বেতন ঠিকমতো দেয় না, আর বেতন ছাড়া পেশাদারিত্ব থাকে না।" তিনি আরো উল্লেখ করেন, জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য একটি বড় কেস স্টাডি হিসেবে কাজ করেছে, যেখানে গণমাধ্যমের ভূমিকা বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা রয়েছে।
নাহিদ ইসলাম বলেন, "সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারেন না, তা পর্যালোচনা করা হচ্ছে।" এর আগে, তিনি একাধিক অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের কথা উল্লেখ করেছিলেন। আজকের আলোচনা সভায় সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, সেই কমিশনের সর্বশেষ অবস্থা কী। তথ্য উপদেষ্টা জানান, এটি নিয়ে তিনি বিভিন্ন অংশীজনের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে আলোচনা করছেন।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ‘অ্যাকটিভিজম’ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, "মুক্ত গণমাধ্যমের জন্য সাংবাদিকদের পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ।"
সাংবাদিক নেতা শওকত মাহমুদ এ কমিশনকে ‘প্রেস কমিশন’ করার প্রস্তাব দেন, যা সাংবাদিকতার পেশাদারিত্ব ও মর্যাদা বৃদ্ধি করতে সহায়তা করবে।
আলোচনা সভায় ‘সংবাদমাধ্যমের সংস্কার কেন, কীভাবে?’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির। তিনি বলেন, "সংবাদমাধ্যমের সংস্কার জরুরি, কারণ বিচারহীনতা ও জবাবদিহির অভাব সাংবাদিকদের লেজুড়বৃত্তি করে তুলছে।"
আলোচনাটি পরিচালনা করেন আইনজীবী সফিয়ার রহমান। অনুষ্ঠানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ বিভিন্ন সাংবাদিকতা শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই আলোচনা সভা থেকে পরিষ্কার হয়ে উঠেছে, সাংবাদিকদের জন্য একটি মুক্ত ও পেশাদার পরিবেশ তৈরি করার জন্য সংস্কারের প্রয়োজনীয়তা অপরিহার্য।